কলকাতারাজ্যের খবর
Trending

ভাঙড়ের জন্য আলাদা ডিভিশন, কলকাতা পুলিশে যাত্রা শুরু, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Chief Minister launched a separate division for bhangar, Calcutta Police

The Truth Of Bengal: সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়। ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডেরও যাত্রা শুরু হল। প্রায় ২০০ বেশি পুলিশকর্মী ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবে। ভাঙড়ের জন্য আলাদা একটি ডিভিশন করা হল।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কে আগেই কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গড়া হয় সব রকম পরিকাঠামো। এবার যাত্রা শুরু। সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়। ধনধান্য অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানা। চারটি থানার পাশাপাশি ভাঙড় ট্র্যাফিক গার্ডেরও যাত্রা শুরু হল। প্রায় ২০০ বেশি পুলিশকর্মী ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবেন। ভাঙড়ের জন্য আলাদা একটি ডিভিশন করা হল।

এরপর মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ বাজারে থানাও চালু করা হবে বলে। প্রায় ২০০ বেশি পুলিশকর্মী ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত থাকবেন। ভাঙড় ও কাশীপুর থানার পুরনো কয়েকজন অফিসার ও কনস্টেবলকে রাখা হচ্ছে কলকাতা পুলিশকে সহায়তা করার জন্য। কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের যাত্রা সূচনা করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বানতলা পাশে থাকা খেয়াদহ-১ ও খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকাকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের অধীনে আনতে।

নানা সময়ে ভাঙড়ের হিংসা নিয়ে পুলিশকে নাকাল হতে হয়েছে। ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল। এরপর গত বছর ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবার সোমবার থেকে কলকাতা পুলিশের অধীনে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হল ভাঙড়ের। আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে ভেঙে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ৪টি থানা করা হচ্ছে। ভাঙড় থানাকে ভেঙে ভাঙড় ও চন্দনেশ্বর থানা, অন্যদিকে কাশীপুর থানাকে ভেঙে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা করা হচ্ছে।

Free Access

Related Articles