Big Breaking: ভোটের ৯ দিন আগে বসিরহাট ও দক্ষিণ কলকাতার দুই আধিকারিককে অপসারণ কমিশনের
Big Breaking: Removal of two officials of Basirhat and South Kolkata 9 days before the polls

The Truth Of Bengal: ভোটের মুখে আরও দুই আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লোঙ্গানথান ও দক্ষিণ কলকাতার ডিইও রেশমি কোমলকে সরাল নির্বাচন কমিশন। বিরোধী রাজনৈতিক দলগুলি এই দুই আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল কমিশনের কাছে ।
শেষ পর্যন্ত ভোটের ৯ দিন আগে, এই দুই আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোট চলাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে, সরকারি অফিসারদের বদলি করার। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই বাংলায় সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছিল কমিশন। এবার তাতে নতুন সংযোজন।প্রসঙ্গত গত দুদিন আগে পুরুলিয়ার এসপিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।
অপসারিত কাঁথির এসডিপিও। ভূপতিনগর থানার ওসি, পটাশপুরের ওসিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।১ জুন সপ্তম তথা শেষ দফায় ভোট রয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রে।১ জুন সপ্তম তথা শেষ দফায় ভোট রয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রে।