কলকাতারাজ্যের খবর

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার আরও এক

Another person arrested from Parnasree, Behala in passport fraud case

Truth Of Bengal: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে দীপঙ্কর দাস নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রচুর জাল নথি, জাল পাসপোর্ট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

এটি পাসপোর্ট জালিয়াতি চক্রে পঞ্চম গ্রেফতারি। দীপঙ্কর দাস বাংলাদেশে চলমান অশান্তির মধ্যে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল। তার কাছ থেকে পাওয়া জাল নথি, বিভিন্ন ব্যাংকের সিল, ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি, এবং ব্রিটেনের ভিসা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে একটি হরিদেবপুর এলাকার বাড়ির হদিশ পাওয়া যায়, যেখানে জাল নথি তৈরির কাজ চলত।

পুলিশ জানিয়েছে, দীপঙ্কর দাস মূলত চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের সহকারী হিসেবে কাজ করত। সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাসের নেতৃত্বে এই জাল পাসপোর্ট তৈরি চক্রটি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘরের কর্মীদের সঙ্গে জড়িত। তারা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের কাছে এসব জাল পাসপোর্ট সরবরাহ করত।

এছাড়া, বুধবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জাল পাসপোর্ট সংক্রান্ত একটি মন্তব্য করেন, তিনি বলেন, ‘‘এমন জালিয়াতি চক্রের বিরুদ্ধে কেন্দ্রকে আরও নজরদারি বাড়াতে হবে। রাজ্য পুলিশকে সতর্ক থাকতে হবে।’’

পুলিশ গোয়েন্দাদের মাধ্যমে খবর পেয়েছে, একাধিক ডাকঘরের অস্থায়ী কর্মী জাল পাসপোর্ট তৈরি চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং তারা প্রতি পাসপোর্টের জন্য পাঁচ থেকে আট হাজার টাকা পেত। পুলিশের তল্লাশি এখনও চলছে এবং আরও গ্রেফতারের আশঙ্কা রয়েছে।

Related Articles