কলকাতারাজ্যের খবর
বাড়ি বাড়ি জল পাঠানো নিয়ে ফের বৈঠক
Another meeting on sending water to every house

Truth Of Bengal: এক সপ্তাহের মধ্যে ফের পি এইচ ই দফতরের কাজ নিয়ে এর পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে নবান্ন। এবার বিভিন্ন জেলায় জেলায় পি এইচ ই দপ্তরের আধিকারিকদের নিয়েই ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে নবান্ন।
আগামী সোমবার বিকেল পাঁচটায় সব জেলার জেলাশাসকদের পাশাপাশি বিভিন্ন জেলার পি এইচ ই দপ্তরের আধিকারিকদের নিয়েও বৈঠক হবে। ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন বিভিন্ন জেলার পি এইচ ই দপ্তরের আধিকারিকরা।আগামী সোমবার বিকেল পাঁচটায় মুখ্য সচিব এই বৈঠক করবেন বলেই জানানো হয়েছে।
বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। আগামী সোমবার বিধানসভা থেকে এই বৈঠক করবেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কি কি কাজ হলো সেই অগ্রগতি নিয়েই ফের বৈঠক হবে বলেই সূত্রের খবর।