কলকাতারাজ্যের খবর
আবারও দুর্ঘটনার শিকার মা ফ্লাইওভার, মৃত ২ তরুন
Another accident at Maa flyover, 2 youths dead

Truth Of Bengal: ফের দুর্ঘটনার শিকার মা ফ্লাইওভার। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক-সহ নীচে পড়ে প্রাণ হারালেন ২ তরুণ। দুর্ঘটনাকালে চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথায় ছিল না। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যায় প্রগতি ময়দান থানার পুলিশ, শে সময় কর্মরত ডাক্তার দু’জনকেই মৃত বলে ঘোষণা করে। মৃতদের নাম দিশাদ আলম (১৮) ও আনিস রানা (১৮), দুজনেই বউবাজারের বাসিন্দা। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশের।