আন্তর্জাতিক

Bangladesh interim: শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক অন্তর্বর্তী সরকারের

Bangladesh's interim government has issued a stern warning to media outlets against broadcasting speeches by former Prime Minister Sheikh Hasina.

Truth Of Bengal: শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে(Bangladesh interim)। বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে একটি ভাষণ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতেব বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। আইন অনুসারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, টেলিভিশনে যেন কোনোরকম সম্প্রচার না হয়।

[আরও পড়ুনঃ Nahid Islam: মালয়েশিয়া-চীন সফরে নাহিদ ইসলাম]

এর আগেও অতীতে শেখ হাসিনা একাধিকবার ভাষণ দিয়েছেন। তিনি বাংলাদেশে না থেকেও আওয়ামী লিগের নেতা-কর্মীদের জন্য ভাষণ দিয়েছেন বারংবার(Bangladesh interim)। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ছেন মুজিব কন্যা শেখ হাসিনা। চতুর্থবারের জন্য ক্ষমতায় এসে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। তাঁর বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে না আসতেই শুরু হয় কোটা আন্দোলন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক নেতা মন্ত্রীরা তারাও দেশ ছেড়ে চলে যায়। সেইসময় বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা। নিঃসন্দেহে সে দেশের ইতিহাসের একটা বড় অধ্যায়(Bangladesh interim)। তাঁর সরকারের মন্ত্রীরাও একের পর এক দেশত্যাগ করেন। সেই সময় প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। গোটা গণভবন চলে যায় জনতার দখলে।  বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা। তুমুল অশান্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। তারপর থেকে মহম্মদ ইউনূস আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। বাংলাদেশ ছেড়ে আসার পর শেখ হাসিনা ভারতে আসেন।

Related Articles