তুরস্কের উপকূলে ভয়াবহ নৌকা ডুবি, নৌকা ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কিছু শিশু সহ ২২ জনের
22 people, including several children, died in a terrible boat sinking off the coast of Turkey

The Truth Of Bengal: মর্মান্তিক দুর্ঘটনা তুরস্কে। তুরস্কের উত্তর পশ্চিম প্রদেশে কানাক্কেলের উপকূল বরাবর নৌকোডুবির ঘটনা ঘটেছে। নৌকোয় যাচ্ছিল বহু শরণার্থী। যাদের মধ্যে ছিল বেশ কয়েক জন শিশুও। এই দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ শিশু সহ ২২ জনের।
তড়িঘড়ি তলীয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে জলে নামে উদ্ধারকারী দল। তুর্কির স্থানীয় গর্ভরনরের কার্যালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে ইতিমধ্যেই ডুবে যাওয়া বেশ কিছু শিশু সহ ২২ জন তলীয়ে গেছে যাদের মধ্যে আপাতত ৪ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। নৌকাটি ডুবে যায় তুরস্কের বৃহত্তম দ্বীপ গোকসেদার উপকূলে। এই দ্বীপ অবস্থিত তুর্কির উত্তর পশ্চিম অঞ্চলে কান্নাকেল প্রদেশের এজিয়ান সাগরে। তুর্কি কর্মকর্তাদের মতে নৌকোটি রাতারাতি ডুবে যায়।
ঘটনায় অ্যাবুলেন্স আসার পাশাপাশি উদ্ধার কাজে নেমে পড়ে একটি বিমান, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন এবং ১৮ টি নৌ যান। তলীয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে তন্ন তন্ন করে তল্লাশি চালায় প্রায় ৫০২ জন কর্মকর্তা। কান্নাকেলের গভর্নর ইলহামি আকতাস জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধার হওয়া চারজনকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে।
FREE ACCESS