দেশ

দিল্লিতে কমলো শীতকালীন ছুটি, সরকারি স্কুলগুলিতে নির্দেশিকা

Winter holidays have come to a close in Delhi.

The Truth Of Bengal: দূষণের কারণে গত মাসের দিল্লির সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়। এবার কমলো শীতকালীন ছুটি। ছুটির সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।

দিল্লিতে দূষণের মাত্রা বাড়ায় আগেই ছুটি ঘোষণা করেছিল কেজরিওয়াল সরকার। দূষণের হাত থেকে বাঁচতে গত ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সমস্ত সরকারি ও সরকার অধীনস্থ স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে  প্রশাসন। এবার দিল্লির স্কুলে কমল শীতকালীন ছুটি। এবার স্কুলগুলিতে মাত্র ৬ দিন শীতকালীন ছুটি ঘোষণা করল দিল্লি সরকার। নতুন বছরের ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি ও সরকার অধীনস্থ স্কুলগুলির পড়ুয়া , শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষিক কর্মীদের জন্য এই ছুটি কার্যকর হবে।যদিও শিক্ষা দফতরের নির্দেশিকায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দিল্লির সমস্ত সরকারি ও সরকার অধীনস্থ স্কুলগুলিতে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি দেওয়া ছিল। কিন্তু, দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, এবারে রাজধানীতে দূষণের জেরে ১০ দিন সমস্ত সরকারি ও সরকার অধীনস্থ স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটির সঙ্গে সামঞ্জস্য রাখতেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শীতকালীন ছুটি কমানো হল।

প্রসঙ্গত, চলতি বছর অক্টোবর থেকে দিল্লিতে দূষণের মাত্রা অতিরিক্ত বেড়েছিল। বায়ুর মান গুরুতর পর্যায়ে চলে যায়। শিশু, বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বাড়ে।‌ দূষণের হাত থেকে শিশুদের রেহাই দিতে গত ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সমস্ত সরকারি ও সরকার অধীনস্থ স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে কেজরিওয়াল সরকার।

Free Access