Uttar Pradesh: চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর! সকাল হতেই গ্রেফতার পুলিশের হাতে
Uttar Pradesh: Robber went to sleep instead to robbery! arrested by Ghazipur Police

The Truth Of Bengal: লখনউ’তে ডাক্তারের বাড়িতে চুরে করতে এসে ঘুমিয়ে পড়ে চোর। এবং অতিরিক্ত নেশা করবার কারণে ঘুমিয়ে পড়ে চোর। পরেন দিন সকাল হতে না হতেই পুলিশ এসে চোরের এই ঘটনা দেখে হতবাক হয়ে জান এবং পড়ে মদ্যক সেই চোরকে গ্রেফতার করেন গাজীপুর থানার পুলিশ।
সুত্রের খবর ঘটনাটি ঘটেছে, গাজীপুর থানার আওতাধীন ইন্দিরা নগরের সেক্টর-২০-এলাকায়। সেখানেই বলরামপুর হাসপাতালে কর্মরত মিস্টার পান্ডের বাড়িতে চোরটি বাড়ি খালি পেয়ে ঢোকে। কারণ মারফত জানা গিয়েছে মিস্টার পান্ডে বর্তমানে রয়েছেন বারাণসীতে। এদিন প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাঁদের কিছুটা সন্দেহ হয়। এরপর তাঁরা দেখেন বাড়িটি লুটপাট করা হয়েছে, এবং চারপাশে জিনিসপত্র ছড়িয়ে আছে।
সঙ্গে সঙ্গে গাজীপুর পুলিশকে খবর দেন প্রতিবেশীরা এবং এরপর পুলিশ চোরকে খুঁজে পান ঘুমন্ত অবস্থায়। যার পরিচয় পাওয়া গিয়েছে কপিল নামে। তারা তাকে গ্রেপ্তার করে এবং চুরির জন্য IPC 379 A এর অধীনে মামলা করে। ঘটনার পর গাজীপুর থানার, ষ্টেশন হাউস অফিসার (SHO), বিকাশ রায়’কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আপাতত পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।