কেজরিওয়ালের কপালে গ্রেফতারির খাঁড়া! মুখ খুললেন আপ সুপ্রিমো
AAP supremo Arvind Kejriwal opened his mouth

The Truth Of Bengal : লোকসভা ভোটের আগে গ্রেফতারীর খাঁড়া কপালে ঝুলছে আপ সুপ্রিমো অরবিন্দ কোজরীওয়ালের। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তৃতীয় বার সমন পাঠানো হয়েছিল । তবে নিজের অবস্থানে অনড় থেকে তৃতীয়বারও ইডির ডাকে সাড়া দেননি কেজরিওয়াল। তাঁর স্পষ্ট কথা,”কোনও দুর্নীতি করিনি। লোকসভার আগে তাঁর সততায় কালি লাগাতে চাইছে বিজেপি।” এই কথা বলে তৃতীয়বারও হাজিরা এড়ান আপ সুপ্রিমো । উল্লেখ্য, বুধবারই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে সমন পাঠায় ইডি। সেই সমনও উপেক্ষা করেন আপ সুপ্রিমো। এর আগে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরি। এর পর গত ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। সেই সমনও তিনি উপেক্ষা করেন।
তবে নিয়ম অনুযায়ী কেউ পরপর তিনবার সমন উপেক্ষা করলে তাঁকে গ্রেপ্তার করতে পারে তদন্তকারী সংস্থা। তবে সমন উপেক্ষা করলেও আদালতে আগাম জামিনের আবেদনও করেননি আপ সুপ্রিমো। ফলে এই মুহূর্তে কেজরিওয়ালের কাছে কোনওরকম রক্ষাকবচও নেই। তবে সূত্রের খবর, ইডি এখনই কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে চাইছে না। অর্থ্যাৎ দিল্লির মুখ্যমন্ত্রীকে সময় দিয়ে চতুর্থবার সমন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মাম লায় আগেই গ্রেফতার হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেফতার করেছে ইডি। পাশাপাশি মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তবে তৃতীয় সমন উপেক্ষা করার পর আপ সুপ্রিমো স্পষ্ট ভাবে জানিয়েছেন,তিনি কোনও দুর্নীতি করিনি। দুর্নীতি হয়ে থাকলে সেই কোটি কোটি টাকা গেল কোথায় বলে প্রশ্ন তলেছেন কেজরিওয়াল। এছাড়াও আপ সুপ্রিমো বলেছেন,”তার জীবনের সবচেয়ে বড় পুঁজি তার সততা। সেই সততাতেই কালি লাগাতে চাইছে বিজেপি। ভিত্তিহীন মামলায় কেজরিওয়ালকে ফাঁসাতে চাইছে বিজেপি বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকি আপের নেতামন্ত্রীদেরও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন। অর্থ্যাৎ দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে তাঁকে গ্রেপ্তার করতে চাইছে, যাতে লোকসভায় প্রচার ভেস্তে দেওয়া যায়।
FREE ACCESS