‘এক দেশ, এক নির্বাচন’ নীতির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়: সূত্র
Union Cabinet approves 'one nation, one election' policy: Sources

Truth Of Bengal: বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। চলমান শীতকালীন সংসদ অধিবেশনে এ নিয়ে একটি বিস্তৃত বিল আনা হতে পারে বলে জানা গেছে।
#OneNationOneElection pic.twitter.com/fpusbCXtqw
— NDTV (@ndtv) December 9, 2024
বুধবার, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে দৃঢ় বক্তব্য রাখেন। তিনি বলেন, বারবার নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।
কুরুক্ষেত্রের আন্তর্জাতিক গীতা উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গৌরবময়, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গড়ে উঠছে। খুব শীঘ্রই ভারত আমাদের চোখের সামনে ‘বিশ্ব গুরু’ হয়ে উঠবে। এতে কোনো সন্দেহ নেই, এবং পুরো বিশ্ব তা জানে।”
তবে তিনি আরও বলেন, “ভারতের উন্নয়ন ও অগ্রগতিতে একটি প্রধান বাধা হলো বারবার নির্বাচন। দেশে অন্য কোনো কিছু হোক বা না হোক, পাঁচ বছর ধরে বারো মাসই নির্বাচনের প্রস্তুতি চলতে থাকে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “লোকসভা নির্বাচনের পরপরই বিধানসভা নির্বাচন শুরু হয়ে যায়। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হয়েছে, এখন দিল্লি বিধানসভার নির্বাচন আসছে।”
সরকার ইতিমধ্যেই ‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। গত সেপ্টেম্বরে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় নির্বাচনের একসঙ্গে আয়োজনের জন্য ধাপে ধাপে একটি রূপরেখা গ্রহণ করা হয়েছে।