
The Truth of Bengal: জনমানবহীন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ তার সামনে দিয়ে যেতে দেখা গেল একটি বাঘকে। সঙ্গে সঙ্গে হাঁটা থামিয়ে পিছনে সরে আসেন ওই ব্যক্তি। উত্তরাখন্ড রাজ্যের জিম করবেট পার্কের কাছে ঘটেছে এ ঘটনা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে বাঘটি ওই ব্যক্তির সামনে দিয়ে দ্রুত রাস্তা পার হচ্ছে। হঠাৎ এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন ওই ব্যক্তি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক প্রবীণ কাসওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশন লেখেন, ‘তিনি খুবই ভাগ্যবান জীবিত ব্যক্তি।
বাঘটির কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না বলে মনে হলো।’ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিও অনেকে ক্যাপশন লেখেন, ‘তিনি খুবই ভাগ্যবান জীবিত ব্যক্তি। বাঘটির কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না বলে মনে হলো।’ অনেকে ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন। এতে তাঁরা ভয় এবং একই সঙ্গে স্বস্তির কথা লিখেছেন। কারণ, মানুষটি শেষ পর্যন্ত অক্ষত ছিলেন।