মন্দির চত্বরে ঘৃণাভাষণ নয়, কড়া বিবৃতি জারি তিরুপতিতে
The Tirumala Tirupati Devasthanam authorities have banned political speeches and hate speech from now on

Truth Of Bengal: এবার থেকে রাজনৈতিক বক্তৃতা ও ঘৃণা ভাষণে নিষেধাজ্ঞা জারি করেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ। মন্দির চত্বরে এধরণের কোনও বক্তৃতা দেওয়া যাবে না বলে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তিরুপতি মন্দিরের প্রসাদে মাছের তেল সহ পশুর চর্বি ব্যবহার করা হয়। গুজরাটের একটি ল্যাবের রিপোর্ট উদ্ধৃত করে এই অভিযোগ তিনি এনেছেন। তাঁর দাবি জগন্মোবন রেড্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এমন ঘটনা ঘটেছিল। সেই সময় থেকে এই মন্দিরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে। তবে এবার মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মন্দির চত্বরের আধ্যাত্মিক পরিবেশ ক্ষুন্ন করা যাবে না।
বিভিন্ন সময়ে দেখা গেছে রাজনৈতিক নেতা নেত্রীরা মন্দিরের সামনেই রাজনৈতিক বক্তব্য রাখেন এবং ঘৃণা ভাষণ দিতে থাকেন। সেই পরিবেশ আর তৈরি করা যাবে না বলেই তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশ মেনে পাঁচ সদস্যের গঠিত সিবিআই টিম তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদের ভেজাল ঘি ব্যবহারের তদন্ত জারি শুরু করেছে।