দেশ

কুখ্যাত গ্যাংস্টারের ভয়ঙ্কর পরিণতি

The terrible fate of the notorious gangster

The Truth of Bengal: গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যু হল। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উত্তরপ্রদেশের একসময়ের কুখ্যাত গ্যাংস্টার তথা বর্তমান রাজনীতিবিদ মুখতার আনসারি। জেলের মধ্যে বুকে ব্যথা হলে প্রাথমিক চিকিৎসা করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টারের। হৃদরোগে নয়, তাঁকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে। কিছুদিন আগে আনসারি দাবি করেছিলেন, জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’ করে মারার চেষ্টা হচ্ছে।

উত্তরপ্রদেশে গ্যাংস্টারদের মধ্যে একসময় প্রথম সারিতে ছিলেন মুখতার আনসারি। অন্ধকার জগৎ থকে এসেছিলেন রাজনীতিতে। উত্তরপ্রদেশের মউ সদর বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ বারের বিধায়ক তিনি। ২০০৫ সালে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই-সহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। অনেকদিন ধরে চলা সেই মামলায় ১০ বছরের কারাদণ্ড হয় তাঁর। কিছুদিন আগে অস্ত্রের ভুয়ো শংসাপত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল আদালত। তারপর থেকে তিনি জেলেই ছিলেন।

উত্তরপ্রদেশে একটা সময় গ্যাংস্টারদের রমরমা ছিল। সেই গ্যাংস্টাররা অনেকেই পরে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। তেমনই একজন ছিলেন মুখতার আনসারি। তবে গ্যাংস্টারদের এখন আর রমরমা নেই উত্তরপ্রদেশে। যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর গ্যাংস্টারদের দাপট শেষ হয়েছে। প্রায়ই নানা এনকাউন্টরের ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অনেক গ্যাংস্টারের।

Related Articles