দেশ

প্রবল বৃষ্টির মধ্যে রাজকোট বিমানবন্দরের টার্মিনালের বাইরের ছাউনি ভেঙে পড়েছে

The outer canopy outside the Rajkot airport terminal collapsed amid heavy rains

The Truth Of Bengal : দিল্লি বিমানবন্দরের টার্মিনালের ছাদ ধসে একজন ব্যক্তির মৃত্যুর একদিন পরপ্রবল বৃষ্টিতে রাজকোট বিমানবন্দরের টার্মিনালের বাইরের ছাউনির অংশ ভেঙে পড়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বিমানবন্দর চত্তরে।

গত শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টামির্নালের ছাদ ধসে একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন ৬ জন। সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এল রাজকোট বিমানবন্দরের টার্মিনালের বাইরের ছাউনির অংশ ভেঙে পড়ার ঘটনা। এতে স্বাভাবিকভাবেই বিমানবন্দর চত্বরে এক চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই ২০০৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধন করেছিলেন। শুক্রবার দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনার ঠিক পরে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু জানিয়েছিলেন, তিনি সারা ভারত জুড়ে ১৫৭ টি বিমানবন্দরের নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।