দেশ

যৌন হয়রানির মামলা খারিজে সমঝোতা ভিত্তিক সিদ্ধান্ত বাতিল করল সুপ্রিম কোর্ট

Supreme Court quashes settlement decision dismissing sexual harassment case

Truth Of Bengal: সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্টের একটি সিদ্ধান্ত বাতিল করেছে, যেখানে যৌন হয়রানির মামলা অভিযোগকারী এবং অভিযুক্তের মধ্যে সমঝোতার ভিত্তিতে খারিজ করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের বিচারপতি সি টি রবিকুমার ও পি ভি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেন, “এই আদেশ বাতিল করা হলো, এবং এফআইআর ও অপরাধমূলক কার্যক্রম আইন অনুযায়ী চলবে।”

এই মামলাটি এক ১৫ বছর বয়সী কিশোরীর হয়রানি নিয়ে, যেখানে অভিযোগকারী ও অভিযুক্তের মধ্যে সমঝোতা হওয়ার পর অভিযুক্ত রাজস্থান হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন। হাইকোর্ট এই আবেদন গ্রহণ করে মামলা খারিজ করে দেয়।

কিন্তু রামজি লাল বাইরওয়া নামে এক তৃতীয় পক্ষ সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান। সুপ্রিম কোর্ট এই আপত্তি গ্রহণ করে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে, ফলে মামলাটি আবার আইনি প্রক্রিয়ায় চলবে।

Related Articles