দেশ

সেপ্টেম্বরের মধ্যে ভোট করতে হবে জম্মু-কাশ্মীরে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Jammu-Kashmir Vote

The Truth of Bengal: রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্ট এই রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়সীমা বেঁধে দিল। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে। জাতীয় নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

গত সপ্তাহে লোকসভায় জম্মু-কাশ্মীর সংশোধিত পুনর্গঠন বিল ও জম্মু-কাশ্মীর সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায়  জম্মু-কাশ্মীরে দ্রুত বিধানসভা নির্বাচন করিয়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান অধিকাংশ বিরোধী সাংসদ। বিরোধীদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, উপযুক্ত সময়ে সেখানে নির্বাচন হবে। সরকারপক্ষ দাবি করে, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরেই উপত্যকায় পরিকাঠামোগত উন্নতি করা সম্ভব হয়েছে। এখন সেখানে আইআইটি, আইআইএম, এইমস-এর মতো প্রতিষ্ঠান হয়েছে। তবে ৩৭০ ধারা বলবৎ থাকলেও সেখানে উন্নয়ন করা যেত বলে মনে করিয়ে দেন বিরোধী সাংসদরা।

জম্মু-কাশ্মীর সংশোধিত পুনর্গঠন বিলে ওই রাজ্যে বিধানসভার আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিলে যাযাবর গোষ্ঠী থেকে দু’জন ও পাক অধিকৃত কাশ্মীর থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এমন এক জন-সহ মোট তিন জনকে মনোনীত করবেন উপরাজ্যপাল। বাকি ক্ষেত্রে সাধারণ নির্বাচন হবে। রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার পর এবার নতুন বছরে ভোট হতে চলেছে জম্মু-কাশ্মীরে।

Related Articles