দেশ

আরও জোরদার নিরাপত্তা, নতুন সংসদ ভবনে গাড়ি রাখতে এবার নতুন নিয়ম

Stronger security, new rules for keeping cars in the new parliament building

Truth Of Bengal: নতুন সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন নিয়ম কার্যকর করেছে। এবার থেকে সাংসদদের গাড়ি পার্কিংয়ের জন্য আগাম তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। সাংসদদের গাড়ির জন্য ‘RFID পার্কিং লেভেল’ ব্যবস্থার অধীনে পার্কিং স্পেস নির্ধারণ করা হবে।

গত বছর সংসদে স্মোক বোমা হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংসদের নিরাপত্তা জোরদারের জন্য পদক্ষেপ নেয়। দিল্লি পুলিশের কাছে থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে সিআইএসএফ-এর হাতে দেওয়া হয়। বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পরিচিত সিআইএসএফ এখন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাপনাও করছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাংসদদের স্মার্ট কার্ড এবং RFID রেজিস্ট্রেশন রুমে গিয়ে নির্দিষ্ট নথিপত্র ও গাড়ির ছবি জমা দিতে হবে। এরপরই তাঁদের গাড়ির উইন্ডশিল্ডে সাঁটানো হবে নতুন পার্কিং লেভেল। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের আগে এই লেভেল সংগ্রহ করতে সাংসদদের কাছে আবেদন করা হয়েছে।

গত বছরের ১৩ ডিসেম্বর সংসদে ঘটে যাওয়া হামলার পর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে। ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই যুবক সংসদে ঢুকে স্মোক বোমা ফেলে আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনার পর সংসদের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়ে।

নতুন পার্কিং নিয়মের মাধ্যমে কেন্দ্র সরকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে চায় এবং সংসদ ভবনের ভিতরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে চায়।

Related Articles