শ্রীনগরের ভাড়া বৃদ্ধি নিয়ে কড়া নির্দেশ, বিমান সংস্থাগুলিকে কী জানাল প্রশাসন
Strict instructions on fare hike in Srinagar, what did the administration tell the airlines?

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়তে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন । তাঁদের মধ্যে বেশির ভাগই পর্যটক। হামলায় কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ পুত্রকে। সেইসঙ্গে জখম হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনার পরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গা কড়া নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়। সেইসঙ্গে বাড়ি ফেরার জন্য পর্যটকদের ভিড় উপচে পড়ছে শ্রীনগর বিমানবন্দরে। আর তখনই আঁকাশছোঁয়া টিকিটের দাম।
এই নিয়ে এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু বিমান সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেখানেই দুঃসময় যাত্রীদের উপর আর্থিক চাপ এড়াতে বিমান সংস্থাগুলিকে স্বাভাবিক মূল্য নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। একথায় বলা যায়, এই কঠিনসময়ে বিমান ভাড়া যাতে না মাত্রাতিরিক্ত হয় সেইদিকে বিশেষ নজর রাখতে চলেছে প্রশাসন। পাশাপাশি, শ্রী রামমোহন নাইডু রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মৃত ব্যক্তিদের তাদের নিজ নিজ রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ সহযোগিতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।
অন্যদিকে এই পরিস্থিতিতে শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করেছে উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। বুধবার শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে। এই মর্মে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এয়ার ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এয়ার ইন্ডিয়া শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আর একইভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইন্ডিগোর তরফে জানান হয়েছে, আমরা শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আকাশা এয়ার এবং স্পাইসজেটও বেশ কয়েকটি বিমান শ্রীনগর থেকে চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে।