দেশ
Trending

ভিস্তারা এয়ারলাইন্সের একাধিক বিমান বাতিল, রিপোর্ট চাইল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক

Several Vistara Airlines flights cancelled, civil aviation ministry seeks report

The Truth Of Bengal : ভিস্তারা এয়ারলাইন্সের যাত্রী পরিষেবা গত কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছে। গত এক সপ্তাহে বাতিল করা হয়েছে ১০০ টির বেশি বিমান। এই নিয়ে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। কেন এত বিমান বাতিল করা হয়েছে তা নিয়ে প্রশ্নের মুখে এই বিমান সংস্থা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরাসরি এই বিমান সংস্থার দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন ওঠে।

এবার এই নিয়ে কঠোর মনোভাব দেখালো দেশের বিমান পরিষেবা মন্ত্রক। কেন এক সপ্তাহে এত বিমান বাতিল করা হয়েছে তা নিয়ে রিপোর্ট চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। শুধু বিমান বাতিলই নয়, একাধিক বিমান দেরিতে চলাচল করেছে। যাত্রীরা নির্দিষ্ট সময়ে বিমান ধরবেন বলে এয়ারপোর্টে পৌঁছালেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে। বহু যাত্রীর নির্ধারিত কাজের ক্ষতি হয়েছে এমন অভিযোগ উঠে এসেছে। বহু যাত্রী তরফে এমন অভিযোগ করা হয় ওই বিমান সংস্থার বিমান সঠিক সময়ে না চলার কারণে কাজের ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাদের।

ওই বিমান সংস্থার একটি সূত্রের দাবি, ভিস্তারা এয়ারলাইন্স বিভিন্ন অপারেশনাল কারণে গত কয়েক দিনে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং বিলম্বের সম্মুখীন হয়েছে। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক ফ্লাইট বাতিল এবং বড় বিলম্বের বিষয়ে ভিস্তারার কাছে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে। দ্রুত ওই বিমান সংস্থাকে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।