দেশ
Trending

বস্তারের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম সাত মাওবাদী 

Seven Maoists killed by security guards in Bastar forest

The Truth Of Bengal : আবারও খবরের শিরোনামে আসলো ছত্তিসগড়ের নাম ।  নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই মাওবাদীদের। নিহত হয়েছে কমপক্ষে সাত মাওবাদী। ছত্তিসগড়ের বস্তারে গভীর এই জঙ্গলে গুলির লড়াই চলে। নিহত সাত মাওবাদীর মধ্যে দু’জন মহিলা আছেন। মাওবাদীদের বিরুদ্ধে এদিন যৌথ ভাবে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স।  ঘটনাস্থল থেকে দুই মহিলা-সহ সাত মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। নিরাপত্তারক্ষীরা নিরাপদে আছেন, দীর্ঘ সময় ধরে গুলির  লাড়াই চলে।

কয়েক দিন আগেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এই ছত্তিসগড়ে ২৯ জন মাওবাদী নিহত হয়েছিলেন। তারপর আবার এই সাফল্য। মাওবাদী দমনে টানা অভিযান চলছে ছত্তিসগড়ে। গত জানুয়ারি মাসে ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর শিবিরে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেই হামলায় তিন জওয়ানের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ১৪ জন। এই ঘটনার পর তেলঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরলে মাওবাদীদের গোপন ডেরায় তল্লাশি অভিযান চালিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই অভিযানে ধৃত মাওবাদীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চলছে। পরপর নিকেশ হচ্ছে মাওবাদীরা।

জানা গিয়েছে, এদিন বস্তারে আবুজমাদের জঙ্গলে মাওবাদীদের আস্তানার খোঁজে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেখানে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দিতে শুরু করে নিরাপত্তা বাহিনী। গুলিতে সাত মাওবাদীর মৃত্যু হয়। সেখান থেকে বেশি কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও ওইখানে মাওবাদীদের খোঁজের  চিরুনি তল্লাশি  হচ্ছে ।

Related Articles