দেশ
Trending

‘ভুল বোঝানো’ বিজ্ঞাপনে সুপ্রিম চাপে রামদেব, বাধ্য হয়ে কী করলেন যোগগুরু?

Ramdev apologized to the court after being summoned by the Supreme Court.

The Truth Of Bengal: পতঞ্জলির ‘ভুল বোঝানো’ বিজ্ঞাপন। সুপ্রিম তলবের পরেই কোর্টের কাছে ক্ষমা চাইলেন রামদেব। গত মঙ্গলবারই পতঞ্জলির বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেব ও বালকৃষ্ণকে তলব করেছিল শীর্ষ আদালত। তার পর বুধবারই হলফনামা দিয়ে ক্ষমা চেয়ে নিলেন রামদেবের সহযোগী বালকৃষ্ণ। পতঞ্জলীর বিজ্ঞাপনে মানুষকে ভুলপথে চালিত করা হয়েছে ক্ষমা চাইতে বাধ্য হন রামদেব !

পতঞ্জলী আয়ুর্বেদের বিজ্ঞাপনে দুরারোগ্য ব্যধির নিরাময়ের কথা বলা হয়। সেই বিজ্ঞাপন  দেখে অনেকে বিভ্রান্ত হয়। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করতে এই ধরণের বিজ্ঞাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।মামলা গড়ায় সুপ্রিমকোর্টে।শীর্ষ আদালত এর আগে রামদেবও বালাকৃষ্ণনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়।সেসময় রামদেব ক্ষমা চাওয়ার কথা বলে আদালত থেকে রেহাই পেতে চান।মঙ্গলবার এবিষয়ে সুপ্রিমকোর্টে মামলা ওঠে।শুনানির সময় সিনিয়র আইনজীবী মুকুল রোহোতগি জানান,তাঁর মক্কেল ৬৭টি পত্রিকায় ক্ষমা চেয়েছেন।যার জন্য ১০লক্ষ টাকা ব্যয় হয়েছে।

সুপ্রিমকোর্টের বিচারপতি হিমা কোহলি জানতে চান, এত দেরিতে কেন, ক্ষমা চাইলেন রামদেব।একইসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন,পত্রিকাজুড়ে যেভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল,সেই একইরকমভাবে মানুষের জ্ঞাতার্থে ক্ষমা চাওয়া হয়েছে কিনা।শীর্ষ আদালত,বলেছে যে, ‘আইন সবার জন্য সমান।আইনজীবী মুকুল রোহতগি  আপনি জানেন না, যে এভাবে আপনি দুরারোগ্য ব্যাধির জন্য বিজ্ঞাপন দিতে পারেন না ?’

Related Articles