দেশ

মহাকুম্ভের কারণে রাম মন্দির নির্মাণকার্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাবি রামমন্দির নির্মাণ কমিটির প্রধানের

Ram temple construction work is being affected due to Mahakumbh, claims Ram temple construction committee chief

Truth Of Bengal: রামনগরী অযোধ্যায় সোমবার অনুষ্ঠিত হল রামমন্দির নির্মাণ কমিটির দু’দিনের বৈঠক। বৈঠক শুরু হওয়ার আগেই সার্কিট হাউসে পৌঁছে যান রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। রাম মন্দির নির্মাণের সর্বশেষ তথ্য তিনি তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে।

নৃপেন্দ্র মিশ্র বলেন, মহাকুম্ভের কারণে রাম মন্দির নির্মাণ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহাকুম্ভে স্নান সেরে লক্ষ লক্ষ ভক্ত রামলালার দর্শন নিতে অযোধ্যায় পৌঁছাচ্ছেন। প্রতিদিন দুই লক্ষেরও বেশি ভক্ত রামলালা দর্শন করছেন। এই পরিস্থিতিতে, তাঁদের নিরাপত্তা একটি অগ্রাধিকার।

তিনি বলেন, প্রচুর সংখ্যক আগমনের কারণে রামমন্দির নির্মাণের কাজ ব্যাহত হচ্ছে। কিছু জায়গায় নির্মাণ কাজও বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে ৮ ফেব্রুয়ারির পর রামমন্দির নির্মাণ আবার গতি পাবে। তবে, এই মুহূর্তে ভক্তদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Related Articles