দেশ

পড়ুয়াদের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন

A terrible fire broke out in the students' hostel in Rajasthan

The Truth of Bengal: রাজস্থানে পড়ুয়াদের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থল রাজস্থানের কোটা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে হোস্টেলে উপস্থিত পড়ুয়াদের মধ্যে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, ভোর ৬ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ল্যান্ডমার্ক সিটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে য়ায় গোটা হোস্টেল চত্বর। জানা যায় যে ওই পাঁচতলা হোস্টেলে প্রায় ৭৫টি ঘর রয়েছে।

তবে ৬১টি ঘরেই পড়ুয়ারা ওই সময়ে ঘুমে আচ্ছন্ন ছিলেন। ধোঁয়া নজরে পড়া মাত্রই গোটা হোস্টেল চত্বর জুড়ে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, আগুন দোতলাতে লাগে। প্রাণ রক্ষার স্বার্থে বহু পড়ুয়াই ঝাঁপ দেন হোস্টেলের ঘর থেকে। ওই সমস্ত পড়ুয়াদের মধ্যে অনেকেরই পা ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। আগুণের জেরে আহত হন অন্তত পক্ষে ৮ জন। ওই ৮ জনের মধ্যেই ৭ জনের অবস্থাই আশঙ্কাজনক।

তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক সূত্রে খবর ওই ৭ জনের দেহের বেশিরভাগ অংশই পুড়ে যায়। অন্যান্য বাকি পড়ুয়াদের হোস্টোল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে দমকল সূত্রে খবর, ইলেকট্রিক ট্রান্সফরমারে শর্ট সার্খিট থেকে আগুন লাগে। সূত্রের খবর, হোস্টেলের মধ্যে অগ্নিনির্বাপন ব্যাবস্থাও ছিল না। ঘটনার তদন্তে পুলিশ।

Related Articles