দেশ

Chhattisgarh: রায়পুরে ISIS-এর জাল! পাকিস্তান-চালিত মডিউলে যুক্ত থাকার অভিযোগে আটক দুই নাবালক

Truth of Bengal: ছত্তিশগড়ের রায়পুরে পাকিস্তান-চালিত আইএসআইএস  মডিউলের সঙ্গে যোগ থাকার  অভিযোগে দুই নাবালককে আটক করল অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতরের প্রধান বিজয় শর্মা জানান, ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আইসিস-এর কনটেন্ট তৈরি করত দুই কিশোর।বিজয় শর্মার দাবি, কিশোররা নিজেরাই চরমপন্থী কনটেন্টে প্রভাবিত হয়েছিল এবং ইনস্টাগ্রামে অন্যদেরও প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছিল। তিনি বলেন, এরা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় আইসিসের নামে প্রচুর কনটেন্ট ব্যবহার করছিল। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ আইন, ১৯৬৭–এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এটি ছত্তিশগড়ে প্রথম এ ধরনের মামলা বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া দুই কিশোর পাকিস্তান-ভিত্তিক আইএসআইএস  মডিউলের নির্দেশে অনলাইনে সক্রিয় ছিল। সেই মডিউল ভুয়ো পরিচয়ে বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালিয়ে ভারতীয় কিশোরদের টার্গেট করছিল। উদ্দেশ্য ছিল চরমপন্থী ভাবাদর্শ ছড়ানো, ভারতবিরোধী মনোভাব প্ররোচিত করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট করা।এক পুলিশ আধিকারিক জানান, পাকিস্তানি হ্যান্ডলাররা ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটে কিশোরদের যুক্ত করে পরিকল্পিতভাবে ‘র‌্যাডিকালাইজ’ করছিল। এরপর তাদের দিয়ে হিংসাত্মক পোস্ট ও আইসিস-মতাদর্শ ছড়াতে লাগানো হত।এটিএস-এর সাইবার নজরদারিতে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। পাকিস্তানি হ্যান্ডলাররা দুই কিশোরকে ছত্তিশগড়ে একটি আইসিস মডিউল তৈরির জন্য উৎসাহিত করছিল।

সেই প্রচেষ্টা কতটা এগিয়েছিল, তা এখনও পরিস্কার নয়।দীর্ঘ সাইবার নজরদারির পর দুই নাবালকের সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ে। প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহের পর তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কর্তৃপক্ষ।ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের অন্য কোথাও এ ধরনের প্রভাব বা র‌্যাডিকালাইজেশন ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

Related Articles