দেশ

“প্রধানমন্ত্রী মণিপুরের থেকে ইজরায়েল হামাস যুদ্ধ নিয়ে বেশি চিন্তিত”-রাহুল গান্ধী

Rahul Gandhi in Mizoram

The Truth of Bengal: মিজোরামের নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তোপ দাগলেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকার অনেক বেশি আগ্রহী ইজরায়েলে কী হচ্ছে তা নিয়ে, মণিপুর নিয়ে খুব একটা চিন্তিত নন।

লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে যুযুধান দুই শিবির। অতি সম্প্রতি মিজোরামে নির্বাচনী প্রচারে গিয়েছেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী। সেখানেই পড়শি রাজ্য মণিপুরের প্রসঙ্গ টেনে তিনি জানান, মণিপুরের নিজস্বতা ও ভাবনাকে ধ্বংস করে দিয়েছে বিজেপি। এটি আর একটিমাত্র রাজ্য নয়, এখানে দুটি রাজ্য তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেছেন, এখানে মানুষ খুন হচ্ছে, মহিলারা শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসার প্রয়োজনিয়তা বোধ করছেন না।

চলতি বছরের মে মাস থেকে লাগাতার হিংসা ছড়িয়েছে মণিপুরে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের আহত হয়েছেন শতাধিক মানুষ।, গৃহহীন হয়েছে হাজারেরও বেশি বাসিন্দা। তারপর থেকেই আইনশৃঙ্ঘলা নিয়ে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধিরা। বর্তমানে মণিপুরের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনও বিক্ষিপ্ত গণ্ডগোল চলছে কিছু জায়গায়। এই অবস্থায়, পড়শি রাজ্যে মিজোরামে নির্বাচনী প্রচার সারেন রাহুল। সোমবার আইজলে চানমারি জংশন থেকে রাজভবন পর্যন্ত ২ কিলোমিটার পদযাত্রাও করেন তিনি। রাহুল এদিন নির্বাচনী জনসভায় দাবি করেন, কংগ্রেস যে ভারত জোড়ো যাত্রা করেছে, তার মূল লক্ষ্য দেশের প্রতিটি ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যকে সুরক্ষিত করার লক্ষ্যে।

 

Related Articles