
The Truth of Bengal: বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল পুরুষোত্তম এক্সপ্রেস, তবে চালক আচমকা ব্রেক কষায় প্রবল ঝাঁকুনিতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, কোডারমা রেল স্টেশনের কাছে হঠাৎই বিদ্যুতের ওভারহেড তার ছিড়ে যায়। দাঁড়িয়ে পড়ে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। প্রবল ঝাঁকুনিতে দুই যাত্রীর মৃত্যু হয় ঝাড়খণ্ডের কোডারমা জেলায় হয় দুর্ঘটনা।
পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, শনিবার ঝাড়খণ্ডের কোডারমা জেলায় দুর্ঘটনার কবলে পড়ে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। পারসাবাদের কাছে গোমোহ ও কোডারমা রেলস্টেশনের কাছে দুপুর ১২টা ৫ মিনিট আচমকাই ছিড়ে যায় বিদ্যুতের ওভারহেডেড তার। বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই চালক জরুরি ব্রেক কষেন।
সে সময় দিল্লিগামী ট্রেনটির গতিবেগ ছিল ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। খবর পেয়ে কিছুক্ষণ পরই সেখানে আসেন ধানবাদ রেলওয়ে ডিভিশনের ম্যানেজার কেকে সিনহা সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল রেলওয়ে ডিভিশনের কোডারমা-গোমোহ সেকশনে ট্রেন চলাচল। পরে দুর্ঘটনাস্থলে একটি ডিজেল ইঞ্জিন পাঠানো হয়।
Free Access