
Truth Of Bengal: প্রথা অনুযায়ী সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তাঁর ভাষণে ‘এক দেশ এক ভোট’-এর পক্ষে জোরালো সওয়াল করলেন। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘এক দেশ, এক ভোট’ চালু হলে প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকবে। নীতি গ্রহণের ক্ষেত্রে আরও সাহসী হতে পারবে সরকার।
এই নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চরমে। দেশের বিরোধী রাজনৈতিক দল গুলি কেন্দ্রীয় সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করে আসছে প্রথম থেকেই। তবে এদিন রাষ্ট্রপতি সরকারের ভাবনা তুলে ধরেছেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি বলেন বড় কোন সিদ্ধান্ত গ্রহণ করতে সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হয়। দেশ এগিয়ে চলেছে। তাই বিভিন্ন পদক্ষেপে আরও সাহসী সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতির মতে এক দেশ এক ভোট কার্যকর হলে দেশ অর্থনৈতিকভাবে আরো অগ্রণী ভূমিকায় চলবে।
দেশের অর্থনৈতিক মানদণ্ড আরো শক্তিশালী হবে। এক দেশ এক ভোট কার্যকর করার লক্ষ্যে বেশ কয়েক ধাপ এগিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার অনুমোদন মিলেছে। তবে দেশের প্রধান প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি চাই না এ ধরনের কোন পদক্ষেপ নিক সরকার। দেশের সংবিধানকে এ ধরনের সিদ্ধান্ত মান্যতা দেয় না বলে মনে করে বিরোধীরা।