দেশ

সংরক্ষণ নিয়ে গন্ডগোল করা হলে,রাজনীতি ছাড়ার হুঙ্কার প্রফুল্ল প্যাটেলের

Prafula Patel's threat to quit politics

The Truth of Bengal: সংরক্ষণ ইস্যুতে তপ্ত মহারাষ্ট্র।২৯ অগস্ট থেকে শিক্ষা ও চাকরিক্ষেত্রে মারাঠা সংরক্ষণের দাবিতে অনশন আন্দোলন চালান মারাঠি নেতা মনোজ জারাঙ্গে প্যাটেল। গত ১৪ সেপ্টেম্বর  সংরক্ষণের বিষয় নিয়ে মনোজের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মনোজকে আশ্বাস দেন, ৪০ দিনের মধ্যে সংরক্ষণ আনা হবে। সেই আশ্বাসের পর সাময়িক অনশন উঠে যায়। কিন্তু গত ২৪ অক্টোবর সংরক্ষণ নিয়ে কোনও স্পষ্ট সরকারি অবস্থান জানতে না পেরে আন্দোলনের ধার বাড়ান মারাঠা ভূমের আন্দোলনকারীরা।

এই অবস্থায় সংরক্ষণ ইস্যুতে নতুন জটিলতা তৈরি হয়েছে।এনসিপির কার্যনিবাহী সভাপতি প্রফুল্ল প্যাটেল হুমকি দিয়েছেন,সংরক্ষণে কোনও বদল করা হলে তিনি ছেড়ে কথা বলবেন না।প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার হুঙ্কারও দিযেছেন প্রফুল্ল প্যাটেল। তিনি ঘোষণা করেছেন, “এই রকম পরিস্থিতিতে কোনও পদ আঁকড়ে থাকার কোনও অর্থ হয় না।তাই আমি রাজনীতি ছেড়ে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে তৈরি আছি।বিআর আম্বেদকর সংবিধানে এই সংরক্ষণ প্রথা চালু করেছিলেন,সেই সংরক্ষণে পরিবর্তন করা মানে সংবিধানের পরম্পরাকে লঙ্ঘন করা।

কেউ সেই সংবিধানের মৌলিক নীতিতে পরিবর্তন আনতে পারবে না, কেউ সংরক্ষণ ব্যবস্থাকে আঘাত করতে পারবে না। ’’ গা জোয়ারি কোনও সিদ্ধান্ত যে এনসিপি  মেনে নেবে না তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। উল্লেখ্য,এরমধ্যে শিণ্ডে সরকার মারাঠা জাতির জন্য ১০শতাংশ সংরক্ষণের সুযোগ তৈরি করতে আইনে পরিমার্জন করেছে।বলা যায় পশ্চিম ভারতের এই রাজ্যের সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।কংগ্রেস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সংরক্ষণ ইস্যুতে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে অভিযোগ করেছেন প্রফুল্ল প্যাটেল।

Related Articles