দেশ

আহমেদাবাদে মোদির হাত ধরে চালু হবে ভারতের প্রথম বন্দে মেট্রো

pm modi to launch indias first vande metro in ahmedabad

Truth Of Bengal : দেশেও এবার চালু হতে চলেছে বন্দে মেট্রো। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই মেট্রোপরিষেবার উদ্বোধন হবে। তার জন্য মোদী সোমবার পৌঁছে যাবেন গুজরাটে। মেট্রোটির ট্রায়াল রান আগেই সম্পন্ন হয়ে গেছে। জানা যাচ্ছে মেট্রোটি ৫ ঘণ্টা ৪৫ মিনিটে৩৬০ কিমি পথ অতিক্রম করবে। ভুজ ও আহমেদাবাদকে যুক্ত করার ক্ষেত্রে মেট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই জানা যাচ্ছে। সর্বোচ্চ ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগেবন্দে মেট্রোটি চলবে বলেই জানা যাচ্ছে। সপ্তাহে ৬ দিন মেট্রোটি সাধারণ মানুষকে পরিষেবা দেবে।

শনিবার ব্যতীত যে বাকি দিনগুলো পড়ে থাকবে সেক্ষেত্রে আহমেদাবাদ থেকে ভুজগামীবন্দে মেট্রোটি যাত্রা শুরু করবে। তবে রবিবার দিন ভুজ থেকেমেট্রোটির চাকা চলবে না বলেই জানা যাচ্ছে।এই ট্রেনটিতে মোট ১১৫০ জনের মতো বসার জায়গা বরাদ্দ রাখা হয়েছে। জানা গেছে ট্রেনটির টিকিট মুল্য ৩০ টাকা করা হয়েছে। অপরদিকে বুজ থেকে আহমেদাবাদ যেতে ব্যয় করতে হবে ৪৩০ টাকা। ট্রেনটিতে স্বয়ক্রিয় স্লাইডিং দরজা ও দুই প্রান্তেই থাকবে ইঞ্জিন। বন্দে মেট্রো ছাড়াও মোদীর হাতে রয়েছে একগুচ্ছ প্রকল্প। আগামী মঙ্গলবার মোদীর ৭৫তম জন্মদিনের দিন তিনি ওড়িশায় থাকবেন। তবে তার আগে তিনি ঝাড়খণ্ড সফর সারবেন পরে পৌঁছে যাবেন গুজরাটের উদ্দেশ্যে।