
The Truth Of Bengal : ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থার গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সোরেন। আদালত সূত্রে খবর, শুক্রবার প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের-সহ তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এই মামলায় সোরেনের পক্ষের আইনজীবি কপিল সিব্বল। উল্লেখ্য, প্রায় ৩০ ঘন্টা নিখোঁজ থাকার পর বুধবার রাঁচির নিজের বাসভবনের সামনে দেখা যায় হেমন্তকে। এরপরই সোরেনের বাড়িতে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। সাতঘন্টা জেরার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন।
ইস্তফার পরই গ্রেপ্তার করা হয় তাঁকে। এদিকে সোরেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। তবে ইডির হাতে গ্রেফতারির পরে হেমন্ত জানিয়েছেন তিনি মাথা নত করবেন না। সত্যিটা প্রমাণিত হবে বলে জানান তিনি। তবে শুক্রবার সোরেন মামলায় কি রায় দেয় শীর্ষ আদালত এখন সেটাই দেখার।
Free Access