দেশ

বছর দুই আগে হাসপাতালে মৃত্যু যুবকের, মৃত যুবকের আত্মা ফেরাতে হাসাপাতালে বাবা-মা

Parents of a young man who died in hospital two years ago visit the hospital to bring back the soul of the deceased young man

Truth Of Bengal : বছর দুয়েক আগে হাসপাতালে মৃত্যু হয়েছিল এক যুবকের। মৃত ওই যুবকের আত্মা ফেরাতে এবার সেই হাসপাতালেই হাজির হন তার বাবা-মা। সঙ্গে ছিলেন আত্মীয়রাও। হাসপাতালের যে ওয়ার্ডের মৃত্যু হয়েছিল ওই যুবকের, সেই ওয়ার্ডের বাইরেই রীতি মেনে মন্ত্রোচ্চারণ করে করা হয় পুজোপাঠ। রাজস্থানের বুন্দি জেলায় ঘটে এই ঘটনা।

স্থানীয়রা জানাচ্ছেন, বছর দুয়েক আগেই খিয়া গ্রামের ওই যুবকের মৃত্যু হয়েছিল। যুবকের বাবা-মায়ের মতে, তাদের ছেলের আত্মা রয়েছে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে। সেই কারণে ওই আত্মাকে গ্রামে ফেরানোর তোড়জোড় শুরু করে তার বাবা-মা। গ্রাম থেকে আত্মীয়দের নিয়ে ও পুজোর উপকরণ নিয়ে ওই হাসপাতালে পৌঁছন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই ট্রমা ওয়ার্ডের বাইরে পুজোপাঠ করতে দেখা যায় কয়েকজনকে। ওই ওয়ার্ডে প্রবেশের মুখেই রাখা হয় যুবকের ছবি। ছবিতে মালা পরিয়ে সামনে লাড্ডু রেখে মন্ত্রোচ্চারণ করতে থাকেন তারা। তারপরই ওয়ার্ডে প্রবেশ করে দেওয়া হয় ধুপ ধুনো। যে বেডে ওই যুবকের মৃত্যু হয়েছিল সেখানে ধুপ, প্রদীপ দেখিয়ে আবারও ওয়ার্ডের বাইরে বেরিয়ে আসতে দেখা যায় ওই মৃত যুবকের বাবা-মাকে। ওয়ার্ডে দেখানো ওই প্রদীপ একটি কলসিতে ভরে ফের গ্রামের উদ্দেশ্যে রওনা হন তারা। মৃত যুবকের বাবা-মায়ের কথায়, তাদের ছেলের আত্মা রয়েছে ওই প্রদীপে। তাকেই তারা ফিরিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামে।

সরকারী হাসপাতালে এহেন ঘটনা ঘটায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ওয়ার্ডের ভেতর এধরনের ঘটনা ঘটল কীভাবে, এই গাফিলতির পেছনে কারা রয়েছে সমস্তটাই খতিয়ে দেখছে জেলা প্রশাসন।

Related Articles