আন্তর্জাতিকদেশ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান, ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু…

Pakistan launched a missile attack on Iran, at least 7 people died in the incident.

The Truth Of Bengal: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। যুদ্ধের দামামা বাজিয়ে পড়শি দেশে বালোচ বিদ্রোহীদের ঘাঁটিকে নিশানা পাক ফৌজের। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

গত মঙ্গলবার পাকিস্তানের জেহাদি ডেরায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। পাকিস্তানের বালোচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল আদলের ঘাঁটি গুড়িয়ে দেয় ইরানের এলিট রেভলিউশনারি গার্ড। এহেন অবস্থায় তেহরানের পাশে দাঁড়ায় নয়া দিল্লি। ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান জানান, পাকিস্তানের জমিতে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলোতেই হামলা চালানো হয়েছে। সব দেশের সার্বভোমত্বকে ইরান সম্মান করে। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে কখনোই আপোস নয়। এবার সেই একই যুক্তি সামনে রেখে বালোচ বিদ্রোহীদের উপর ক্ষেপনাস্ত্র হামলা চালালো পাকিস্তান।

পরশি দেশে বালোচ বিদ্রোহীদের ঘাঁটিকে নিশানা করে পাক ফৌজ, এমনটাই সূত্রের খবর। দিন দুয়েক আগে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে তেহরানের মিসাইল হামলার বদলা এভাবে নিল ইসলামাবাদ, এমনটাই বিশ্লেষকদের মতামত। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় চার শিশু সহ অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, বুধবার ইরানে বালোচ বিদ্রাহী সংগঠনের ঘাঁটিকে পাকিস্তানি সেনাবাহিনী নিশানা করে। বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালোচিস্তান লিবারেশন আর্মির ছাউনিতে আছড়ে পড়ে পাক  ফৌজের ক্ষেপনাস্ত্র।

Free Access

Related Articles