Narendra Modi: ভিভিপ্যাট-ইভিএম বিতর্কে বিরোধী জোটকে কষিয়ে থাপ্পড় সুপ্রিম কোর্টের: নরেন্দ্র মোদি
Narendra Modi: Supreme Court slaps opposition coalition in VVPAT-EVM controversy: Narendra Modi

The Truth Of Bengal: শুরু হয়ে গেছে ২৪-এর লোকসভা নির্বাচন। ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধীরা। আর এবার ইভিএম-ভিভিপ্যাট বিতর্ক নিয়ে বিরোধী জোট ইন্ডিয়াকে কটাক্ষ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার যে বিষয় বিরোধী রাজনৈতিক দলগুলো সামনে এনেছিল, শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। আর এবারে নরেন্দ্র মোদি বললেন, সুপ্রিম কোর্টের এই রায় বিরোধী জোটের দলগুলোকে কড়া থাপ্পড় দিয়েছে।
বাংলায় সভা শেষে এদিন তিনি যান বিহারের আরারিয়ায়। সেখান থেকে মোদি বলেন, যেখানে সারা বিশ্ব ভারতের গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে প্রযুক্তির ব্যবহারকে সাধুবাদ জানাচ্ছে, সেখানে বিরোধী জোটের নেতারা কেন বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, তা স্পষ্ট নয়।
এছাড়াও, কটাক্ষের সুরে তার বক্তব্য, বিহারে আরজেডি-কংগ্রেস জোট দেশের সংবিধান বিরোধী। তারা মানুষকে বুথে ভোট দিতে যেতে দেয়না। এমনকি, ব্যালট পেপার লুঠ করে ভোট নষ্টের চেষ্টা করে। তাই নির্বাচন পদ্ধতি ঠিক রাখার একমাত্র পথ হল ইভিএম-এর ব্যবহার। আর সব মিলিয়ে, দেশের শীর্ষ আদালতের এই রায় যে নিঃসন্দেহে বিজেপিকে ভোটের লড়াইয়ে বাড়তি অক্সিজেন জোগালো, তা বলাবাহুল্য।