দেড় দশক পর মুম্বই হামলার মূল চক্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ পুলিশের
পাকিস্তান যেমন তাহাউরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়, তেমনই আমেরিকাও বছরের পর বছর ধরে নানা টালবাহানা করতে থাকে

The Truth of Bengal: মুম্বই হামলার অন্যতম চক্রী ছিল তাহাউর রানা। তার বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশে করেছে মুম্বই পুলিশ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই খবর জায়গা করে নিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই। দীর্ঘ কয়েকদিনের লড়াই খতম করা হয় কিছু জঙ্গিকে, জীবীত পাকড়াও করা হয় একজনকে। তদন্তে জানা যায়, মুম্বই হামলার পিছনে যাঁর হাত ছিল, তার নাম তাহাউর রানা। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ীকে ভারতে আনতে বেশ বেগ পেতে হয়। পাকিস্তান যেমন তাহাউরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালায়, তেমনই আমেরিকাও বছরের পর বছর ধরে নানা টালবাহানা করতে থাকে। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
সোমবার মুম্বইয়ের বিশেষ আদালতে পুলিশ ৪০০ পাতার চার্জশিট দাখিল করে। আদালতে সূত্রের খবর, মঙ্গলবার বিচারকের সামনে সেই তথ্য তুলে ধরা হয়। অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলেই দাবি পুলিশের। তার বিরুদ্ধে ইউ এ পি এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে, তাও তুলে ধরা হয়।
প্রশাসনিক সূত্রের খবর, গত মে মাসে আদালতের নির্দেশমতো আমেরিকায় জেলবন্দি রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন ডিসি। মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চাওয়া হলেও, তা খারিজ করে দেয় আদালত।