
The Truth of Bengal: শুধু সময়ের অপেক্ষা। প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। তার আগে শুক্রবার সকালে এন ডি এর বৈঠকে নেতা নির্বাচিত হন তিনি। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের জন্য চিঠি নিয়ে পৌঁছে যান নরেন্দ্র মোদি। এনডিএ-র পক্ষ থেকে সরকার গঠনের আবেদন জানানো হয়েছে।
আজ সারাদিন দিল্লিতে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদি। এনডিএ -র সংসদীয় দলের বৈঠকে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি। একাধিক পরিকল্পনার কথা শোনান। জোট শরিকদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু, জেডিইউ নেতা নীতিশ কুমার, এলজেপি নেতা চিরাগ পাসওয়ান সহ অন্যান্যরা। পাঁচ বছর সরকার পরিচালনায় সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন শরিক নেতারা।
বিকেলে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির হাতে তুলে দেন এনডিএ সাংসদদের স্বাক্ষর সম্বলিত চিঠি। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণে আমন্ত্রণে আর্জি জানানো হয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।এবার একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। এনডিএ শরিকদের সমর্থনে সরকার গড়ে উঠতে চলেছে। এবারে জোট সরকারে শরিক দলের ভূমিকা থাকছে গুরুত্বপূর্ণ।