দেশ

পহেলগাঁওতে জঙ্গিদের হামলা! গুলিবিদ্ধ দুই পর্যটক

Militants attack in Pahalgaon! Two tourists shot dead

Truth Of Bengal:জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে এক সন্ত্রাসবাদী হামলা! এই হামলায় দুই জন পর্যটক আহত হয়েছেন। কিছু এলাকা আছে যেখানে সন্ত্রাসবাদের প্রভাব দেখা যায়। পহেলগাঁও এমনই একটি জায়গা, যেখানে প্রচুর সংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। মার্চ মাসে তুষারপাত হওয়ার পর এখানে শত শত পর্যটক ভিড় জমান।

পাহেলগ্রামের একটি পাহাড়ের চূড়ায় ট্রেকিং করতে পর্যটকরা যান। এবং সেখানেই এই সন্ত্রাসী হামলাটি সংঘটিত হয়েছে। পাহাড়ের উপরের একটি স্থানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালায়। এই হামলায় দুইজন পর্যটক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে বাকিরা নিরাপদে রয়েছেন। যেহেতু এটি পাহাড়ের চূড়ার একটি এলাকা। সেখানে কোন নিরাপত্তা বা পুলিশের ব্যবস্থাও ছিল না।

Related Articles