দেশ

ছত্তিশগড়ে মাও-হানায় শহিদ সিআরপিএফ আধিকারিক

Maoists attack

The Truth of Bengal: আবার মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই কেন্দ্রীয় বাহিনীর। ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে শহিদ হলেন এক সিআরপিএফ আধিকারিক। গিলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক জওয়ান। রবিবার সাত সকালে মাওবাদীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গুলির লড়াই শুরু হয় ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্দা এলাকায়। মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বেরিয়েছিল নিরাপত্তাবাহিনী। সেই সময় অতর্কিতে বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির লড়াইয়ে মৃত্যু হয় সিআরপিএফ-এর সাব ইন্সপেক্টর সুধাকর রেড্ডির।

ছত্তিশগড়ের জাগারগুন্দা এলাকা মাওবাদী অধ্যুষিত হিসেবে পরিচিত। এলাকাকে মাও-প্রভাবমুক্ত করতে অনেকদিন ধরে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকালে উরসাঙ্গাল গ্রামের কাছাকাছি পৌঁছতেই কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করে মাওবাদীরা। চারিদিক থেকে গুলিবৃষ্টি শুরু হয়। পাল্টা গুলি চালাতে শুরু করে সিআরপিএফ। তুমুল গুলির লড়াইয়ে মৃত্যু হয় সাব-ইন্সপেক্টর সুধাকর রেড্ডির। গুলিবিদ্ধ হন অন্য এক জওয়ান। তাঁকে দ্রুত এয়ার লিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে সিআরপিএফ। মাওবাদীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রচারে গত ১৯ অক্টোবর প্রচারে এসে রাজ্যকে মাও-মুক্ত করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য বিজেপিকে ক্ষমতায় আনার আবেদন করেছিলেন তিনি। কংগ্রেসকে হারিয়ে ছত্তিশগড়ের ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপি ক্ষমতা দখল করার মাঝেই ঘটে মাও-নাশকতার ঘটনা।

Related Articles