দেশ

মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর আগুন

সড়কে চলাচলকারী একাধিক যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায়, চালক ও যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যান।

Truth Of Bengal: মহারাষ্ট্রের বিড জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিড তালুকার পালি গ্রামের কাছে সোলাপুর–ধুলে জাতীয় সড়কে একটি গাড়ির সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই দু’টি গাড়িতে আগুন ধরে যায় এবং জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ডিজেল বহনকারী ট্যাঙ্কার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সড়কে চলাচলকারী একাধিক যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায়, চালক ও যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যান।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি সোলাপুর–ধুলে জাতীয় সড়ক দিয়ে ডিজেল পরিবহণ করছিল। ফলে সংঘর্ষের পর আগুন আরও ভয়ংকর হয়ে ওঠে। দূর থেকেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছিল।

ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। নিরাপত্তার কারণে জাতীয় সড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। ডিজেল থাকার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দ্রুতগতির ও অসাবধানতাকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ট্যাঙ্কারটি সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles