
The Truth of Bengal: মঙ্গলবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। বৈঠকে যোগ দিতে আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন ‘ইন্ডিয়া’ জোটের অন্তর্ভুক্ত দলগুলির শীর্ষ নেতা-নেত্রীরা। ২৪ এর লোকসভা নির্বাচনে জোটের রণকৌশল ঠিক হতে চলেছে এই বৈঠকে। সংসদে চলছে শীতকালীন অধিবেশন। সংসদে হামলার প্রেক্ষিতে বিরোধীরা উভয় কক্ষে জোরালো আওয়াজ তুলছে।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবী জানানো হয়েছে বিরোধীদের তরফে। আর এই প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্যসভায় গোটা শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হতে হয়েছে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে। ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের আগে ডেরেকের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাল এবার কংগ্রেসও।
‘INDIA’ বৈঠকের আগে জোটের ছবি। তৃণমূল কংগ্রেসের পাশে কংগ্রেস। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে চিঠি লিখলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি জানিয়েছেন, ডেরেক ওব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক। সর্বভারতীয় কংগ্রেস সভাপতির এই চিঠির পর রাজ্যসভার চেয়ারম্যান কী সিদ্ধান্ত নেন এখন সেটাই দেখার।