
The Truth of Bengal:আবগারি দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৭দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির নিম্ন আদালত।সেইমতো তিনি এখন হেফাজতেই রয়েছেন।আম আদমি পার্টির অভিযোগ,বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে।ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে সরব আপের নেতৃত্ব।
তাঁরা জানিয়ে দিয়েছেন,কারাগারে থেকেই দিল্লির মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন কেজরিওয়াল।মাফলার ম্যানের গ্রেফতারির প্রতিবাদে মুখর অবিজেপি দলগুলো।তাঁরা কমিশনের কাছে দাবি জানিয়েছে নির্বাচনের আগে বিজেপি বিরোধী নেতাকে গ্রেফতারের বিষয়ে হস্তক্ষেপ করা হোক।এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলেন খোদ কেজরিওয়াল।
দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি।রবিবার হাইকোর্টে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। এর আগে গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কেজরীওয়াল। শুক্রবার সেই মামলার শুনানি ঠিক হয় বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে। তবে শুনানির আগেই মামলা প্রত্যাহার করে নেন দিল্লির মুখ্যমন্ত্রী।