দেশ

বড়সড় দুর্ঘটনার কবলে কেদারনাথ, মৃত ৩ তীর্থযাত্রী

Kedarnath hit by a major accident

The Truth of Bengal: দুর্ঘটনার কবলে উত্তরাখণ্ডের কেদারনাথ। প্রবল বৃষ্টির জেরে বড়সড় আকারের পাথর গড়িয়ে পড়ে ধাক্কা মারে তীর্থযাত্রীদের। গৌরীকুণ্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। গত বেশকয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে চলে প্রবল বৃষ্টিপাত। যার জন্য ১৯ জুলাই তনকপুর চম্বাওয়াত জাতীয় সড়কে ধস নামার খবর পাওয়া যায়। তার আগে ১০ জুলাই ধস নামে বদ্রীনাথ হাইওয়েতে। বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা।

এমনকি যোশীমঠের রাস্তাতেও ধস নামে। আর এবার গৌরীকুণ্ডের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৩ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এই দুর্ঘটনার জেরে ২জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। জানা যায় উদ্ধারকাজের জন্য তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্দারকারী দল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

কেদারনাথের যাত্রার সময় পাহাড় থেকে ভারী পাথড় গড়িয়ে নীচে পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক বলে এক্সে জানিয়েছেন পুষ্কর সিং ধামী। সেইসঙ্গে আধিকারিকদের সঙ্গেতাঁর সর্বক্ষণের যোগাযোগের কথাও জানান তিনি। সেরাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিতসার নির্দেশও দেন।

Related Articles