প্রাকৃতিক বিপর্যয়ের মুখে জম্মু-কাশ্মীর! বৃষ্টি-বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা
Jammu and Kashmir on the brink of natural disaster! Death toll rises in rains and floods

Truth Of Bengal: ভারতের নানা প্রান্তে যেখানে তীব্র তাপপ্রবাহ বইছে, সেখানে জম্মু-কাশ্মীরে ভারি থেকে অতিভারি বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পর্যন্ত প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ অন্তত ৩ জনের প্রাণ কেড়েছে। ৪০টি ঘর তছনছ হয়ে গিয়েছে। নদী ও পুকুর উপচে পড়ছে। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুরের পর বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#JammuKashmir में बादल फटने के बाद आया पानी का सैलाब। रामबन ज़िले में 40 घरों को हुआ भारी नुकसान। बाढ़ में कई गाड़ियां भी बह गई।#JammuKashmir #flood #Kashmir pic.twitter.com/wrXff3If2A
— Prince Gourh (@pkgourh) April 20, 2025
জম্মু-কাশ্মীরে মুষলধারে বৃষ্টিপাত মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। রাস্তাঘাট এবং উপত্যকায় পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে। অনেক ঘরবাড়ি মাটিতে মিশে গেছে। রামবান জেলা বর্তমানে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। টানা বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জেলার অনেক জায়গায় বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছে। এসবের জেরে সৃষ্ট ভূমিধস পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।
এই অঞ্চলের জীবনরেখা হিসেবে বিবেচিত জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক এখন কাদা-পাথর পড়ার কারণে সম্পূর্ণরূপে বন্ধ। এর ফলে যান চলাচলে সমস্যা দেখা গিয়েছে, শত শত যানবাহন আটকা পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা সংকটকে আরও গভীর করছে। অনেকের বাড়িতে জল ঢুকে পড়েছে। শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য পরিস্থিতি অতি উদ্বেগজনক।