দেশ

ঐতিহাসিক চুক্তি ভারত-আমেরিকার, নয়া দিল্লি কিনল মার্কিন ‘শিকারি’ ড্রোন

India-US historic deal, New Delhi buys US 'Shikari' drones

Truth Of Bengal: দীর্ঘ আলোচনার পর আমেরিকার সঙ্গে ঐতিহাসিকভাবে চুক্তিবদ্ধ হল ভারত। সীমান্তে পাকিস্তান ও চিনের আগ্রাসনের মোকাবিলা করতে বেশ কয়েকদিন ধরেই ভারত কিনতে চাইছিল মার্কিন ড্রোন। গত বছরের জুনেই মার্কিন সফরে গিয়ে ৩১টি ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারপরই ড্রোন কেনার চুক্তি নিয়ে হয় আলোচনা। তারপরই মঙ্গলবার সম্পন্ন হল সরকারিভাবে  ড্রোন কেনার প্রক্রিয়া। জানা যায়, দীর্ঘ আলোচনা শেষে ৩১ টি শিকারি ড্রোন কিনে ফেলল নয়াদিল্লি। তবে এই ড্রোন ভারতে আসবে কবে তা এখনও পর্যন্ত অজানা। সূত্রের খবর, ৩৫০ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ৩১ টি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা।

এরমধ্যে ১৫ টিই ভারতীয় নৌবাহিনীকে দেওয়া হবে। নৌসেনার তরফ থেকে ব্যবহার করা হবে এবার সি গার্ডিয়ান প্রজাতির ড্রোন। এছাড়াও স্থল ও বায়ুসেনাকে দেওয়া হবে ৮ টি করে ড্রোন। এই দুই বাহিনীই স্কাই গার্ডিয়ান ড্রোন ব্যাবহার করবে। প্রসঙ্গত, এই ড্রোন উড়তে পারে ২৭ ঘণ্টা ৫০ হাজার ফুটেরও বেশি উচ্চতা পর্যন্ত উড়তে পারে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই চুক্তিতে অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। মঙ্গলবার চুক্তি চূড়ান্ত হয়ে ভারতের হাতে আসতে চলেছে শিকারি ড্রোন।

Related Articles