দেশ

দূষণের চাদরে ঢেকেছে ভারত! উদ্বেগে পরিবেশপ্রেমীরা

India covered in a blanket of pollution! Environmentalists are worried

Truth Of Bengal: দূষণের চাদরে ঢেকেছে ভারতের বড় একটা অংশ। নাসার প্রকাশিত ছবি দেখে চোখ কপালে উঠেছে পরিবেশপ্রেমীদের। তাদের মতে, দূষণের মাত্রা সীমানা ছাড়ালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

শুধু ভারত নয়, পাকিস্তানেও দেখা গেছে একই ছবি। দুই দেশের ইন্দো- গাঙ্গেয় সমতলের পরিস্থিতি ধরা পড়েছে এই ছবিগুলোতে। খড় পোড়ানোয় রাশ টানা যায়নি। তার থেকেই দূষণ ছড়াচ্ছে। এবার সেই দূষণই যে কী মারাত্মক আকার নিয়েছে, তা নাসার প্রকাশিত এই ছবিগুলো থেকে একেবারে স্পষ্ট।

একাধিক পদক্ষেপ করা হয়েছে. তা সত্ত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দিল্লির দূষণ। আর এনিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রকে। দিল্লির পরশি রাজ্য যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের অবস্থাও শোচনীয়। শীর্ষ আদালত মনে করছে, পাঞ্জাব ও হরিয়ানায় শস্যের গোড়া পোড়ানোর জন্যই বাতাসের গুণগত মান খারাপ হচ্ছে।

গত অক্টোবর মাসে রাজ্যে বাতাসের গুণগত মান খারাপ হওয়ার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছিল উত্তরপ্রদেশের যোগী সরকার। প্রশাসনের তরফে দাবি করা হয়, বর্ডারের ওপারে ব্যাপক পরিমাণে খড় পোড়ানোর জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দায় ঠেলাঠেলি তো চলবে। তবে, দূষণ নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করবে কেন্দ্র? পরিবেশপ্রেমীদের নজর এখন সেদিকেই।

Related Articles