দেশ

ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগড়ে, মৃত্যু ৮ জন যাত্রীর

Horrible accident in Chhattisgarh, death of 8 passengers

The Truth of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা ছত্তিশগড়ে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর। আহত প্রায় ২৩ জন যাত্রী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যাদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কা জনক। ছত্তিশগড়ের বেমেতাড়া এলাকায় ঘটে দুর্ঘটনা।পুলিশ সূত্রে খবর মৃতদের মধ্যে রয়েছে সকলেই মহিলা এবং শিশু। জানা যায় দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী গাড়িটি ফিরছিল একটি পারিবারিক অনুষ্ঠান সেরে। আনন্দ করে ফেরার পথে যে এইরকম দুর্ঘটনার কবলে পড়তে হবে ওই যাত্রীবাহী গাড়িটিকে তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেনি গাড়িতে থাকা যাত্রীরা।

পুলিশ জানিয়েছে যাত্রীবাহী ওই গাড়ি অন্ধকারের মধ্যে থাকা একটি ট্রাক্টরের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুমড়ে মুছরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। যাদের মধ্যে রয়েছে ৫ জন মহিলা ও ৩ জন শিশু। মৃত মহিলাদের বয়েস ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। এবং শিশুদের বয়েস ৫ থেকে ৬ বছরের মধ্যে। আহত ২৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে রায়পুর এইমসে। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের মধ্যে কারুর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles