দেশ

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে জাতীয় সড়কে ধস, জারি হাইএলার্ট

High alert issued in Uttarakhand due to heavy rains

Truth Of Bengal: উত্তরাখণ্ডে জারি করা হল হাইএলার্ট। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মানুষজন। শেষ ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৪ জন। নিখোঁজ রয়েছে ২জন। একাধিক জায়গা থেকে উঠে আসছে ধসের ছবি। বদ্রীনাথ জাতীয় সড়কে একের পর এক ধস। জাতীয় সড়ক-সহ ৪৭৮টি রাস্তার বেহাল দশা।গাড়ি যাতায়াত করা সম্ভব হচ্ছে না।

২৪ ঘণ্টার টানা দুর্যোগে ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রাজ্যের অধিকাংশ এলাকাতেই যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে একের পর এক ধস নামায় সেখানে গাড়ি যাতায়াত করতে দেওয়া সম্ভব হচ্ছে না।

উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। অত্যন্ত প্রয়োজন না পড়লে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাউকে না বেরনোর পরামর্শও দিয়েছেন। লম্বাগড়, নন্দপ্রয়াগ, সোনালা এবং ব্যারাজ কুঞ্জের রাস্তা ধসের জেরে ক্ষতিগ্রস্ত। পরিবর্ত রুট সাকোট এবং নন্দপ্রয়াগের মাঝেও ধস নেমেছে। একের পর এক ধস নামায় সেখানে গাড়ি যাতায়াত করতে দেওয়া সম্ভব হচ্ছে না। নৈনিতালে নাগাড়ে চলছে বৃষ্টিপাত। আটকে গিয়েছে হলদওয়ানি-সীতারগঞ্জের রাস্তা।

 

 

 

 

Related Articles