জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, এনকাউন্টারে হত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী
Gunfight with militants of Jammu and Kashmir, the most wanted terrorist was killed in the encounter

The Truth of Bengal: জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা রক্ষীদের। এনকাউন্টারে হত মোস্ট ওয়ান্টেড এক সন্ত্রাসী। বুধবার রাতে কুলাগাম জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। তার আগে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে দক্ষিণ কাশ্মীরের কুলগামের রেদওয়ানি পায়েন এলাকায় শুরু হওয়া বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসীর মৃত্যু হয়। রেদওয়ানি পাইনের বাসিন্দা বাসিত আহমেদ দার, লস্কর-ই-তৈয়বার দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের অফশুট অন্যতম কমান্ডার।
দার ছাড়াও, মোমিন গুলজার এবং ফাহিম আহমেদ বাবা নামে চিহ্নিত দুই এলইটি সন্ত্রাসীও অভিযানে নিহত হয়েছিল। নিহত এই জঙ্গিরা একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। এদের খোঁজ চলছিল অনেকদিন ধরেই। বিশেষ সূত্রে পাওয়া খবর মতো অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। ওই জঙ্গিদলকে ঘিরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। পাল্টা গুলি চালাতে থাকে জঙ্গিরা। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত কুখ্যাত এই জঙ্গি এনকাউন্টারে মারা যায়। আরো বেশ কয়েকজন জঙ্গির খোঁজে তল্লাশি চলছে। এই অভিযানকে নিরাপত্তা রক্ষিতের বড় সাফল্য হিসেবেই দেখছে।