দেশ

তদন্তের সম্মুখীন গুগল ম্যাপ নির্মীয়মান সেতু থেকে গাড়ি পড়ে ৩ জনের মৃত্যু, প্রশ্নের মুখে যোগী প্রশাসন

Google Maps under investigation, 3 killed after car falls off under-construction bridge

Truth of Bengal: তদন্তের সম্মুখীন হতে হচ্ছে এবার গুগল ম্যাপকে। গুগল ম্যাপের উপর ভরসা রেখেই নির্মীয়মান সেতু ধরে এগিয়ে চলার পর নগীগর্ভ পড়ে গিয়েছিল গাড়ি। উত্তরপ্রদেশের বরেলিতে এই ছবি ধরা পড়েছে দিন কয়েক আগে। যেসময় গাড়িটি ব্রীজ থেকে নদীগর্ভে পড়ে যায়, সেইসময় গাড়ির মধ্যে চালক সহ তিনজনের উপস্থিত থাকার কথা জানা যায়। খবর এই ঘটনার জেরে মৃত্যু হয়েছিল প্রত্যেকেরই।

যার কারণে গুগল ম্যাপ কতটা নির্ভরযোগ্য, আদৌ কি এই গুগল ম্যাপের  উপর নির্ভর করা যায়, উঠছে সেই নিয়ে প্রশ্ন । এমত অবস্থায় গুগল ম্যাপের কার্যকারিতা সহ কার্যপ্রক্রিয়া নিয়েও তদন্তের খবর শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বন্যার প্রভাবে বরেলির ওই সেতুর সামনের অংশ ভেঙে পড়েছিল। তারপরই তার নির্মান প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু সেই নির্মানকাজ শেষ হতে সময় আরও কিছু লাগবে বলেই জানা যায়।

তবে এই এই সেতু বিপর্যয় কোনও খবরই ছিল না গুগলপ ম্যাপে। এমনকি সেতুর মুখেও কোনও সতর্কতামূলক নোটিশ বোর্ড সেখানে ছিল না। এর ফলেই সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে  পড়ে গাড়ির চালক। পুলিশ মারফত জানা যাচ্ছে, ওই গাড়িটি বরেলি থেকে বদায়ুঁর উদ্দেশে রওনা হয়েছিল।

নিজস্ব গতিতে গাড়িটি এগিয়ে চলতে চলতেই তা ব্রীজের উপর  থেকে রামগঙ্গা নদীগর্ভে পড়ে যায়। তারজেরেই গাড়ির মধ্যে গাড়ির মধ্যে উপস্থিত প্রত্যেকের মৃত্যু হয়েছে। এবার য়শুরু হয়েছে এই ঘটনার তদন্ত। পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে একাধিক পূর্তদফতরের আধিকারিকদের।সেই সঙ্গে গুগস ম্যাপের দায়িত্বে থাকা ব্যাক্তির সঙক্গে কথপকথন চালাচ্ছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে দুঃখপ্রকাশ করেন গুগলের মুখপাত্রও।