
The Truth of Bengal: সাহারা বিনিয়োগকারীদের জন্য বড় খবর। বিনিয়োগকারীরা টাকা ফেরত পেতে চলেছেন। তবে সব বিনিয়োগকারীই তাদের টাকা ফেরত পাবেন না। ক্ষুদ্র বিনিয়োগকারীরাই লোকসভা ভোটের আগে টাকা ফেরত পেতে পারেন বলে খবর। প্রসঙ্গত সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়ের মৃত্যু হয় চলতি বছরের ১৪ নভেম্বর। এর পরেই সাহারাতে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলেন অনেকে।
ফলে বিনিয়োগকারীদের কপালে পড়ে চিন্তার ভাঁজ । আশঙ্কায় ছিলেন অনেকেই, তাঁদের জমানো টাকার রিফান্ড কী করে হবে ? কিন্তু সরকার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন নয়া প্রশ্ন হল কতদিন পর ফেরত হবে সেই টাকা? কেন্দ্রের দাবি, পোর্টালে আবেদন ও তার যাচাইয়ের পর দেড় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। ‘রিফান্ড পোর্টালের’ আওতায় শুধুমাত্র প্রকৃত আমানতকারীদের বৈধ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তথ্য অনুযায়ী, সাহারার চার সমিতিতে মোট বিনিয়োগকারী হল ৯.৮৮ কোটি। তাদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ মোট ৮৬,৬৭৩ কোটি টাকা। ইতিমধ্যেই অবশ্য সাহারা SEBI অ্যাকাউন্টে প্রায় ২৫ হাজার কোটি টাকা জমা করেছে। এর মধ্যে বর্তমানে পাঁচ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে। তবে যে বিনিয়োগকারীদের মূল অর্থের পরিমাণ সর্বোচ্চ ১০,০০০ টাকা, এখন শুধু তাঁদেরই টাকা ফেরত দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তবে সেই টাকা বিনিয়োগকারীর কবে হাতে পাই সেটাই এখন দেখার।